![]() | |||||||
মোবাইল | |||||||
NEWS | |||||||
পাহাড়ে বারবার মোবাইল টাওয়ারে হামলায় আতঙ্কিত স্থানীয়রা | ETV NEWS - YouTube চাঁদা না পেয়ে খাগড়াছড়ির দীঘিনালাযয়ে আবারো মোবাইল টাওয়ারের হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এর আগে ২৮ জানুয়ারি রাতে মোবাইল অপারেটর রবির একটি টাওয়ারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। দীঘিনালায় ফের মোবাইল টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন | Dighinala | Mobile Tower - YouTube - YouTube
| |||||||
বক্সায় এসে নেটওয়ার্ক সমস্যা হলে চলে যান মোবাইল পয়েন্টে, জানুন কোথায় সেই জায়গা #local18 Alipurduar News: পাহাড়ে ভিউ পয়েন্ট নিয়ে জানা রয়েছে পর্যটকদের।কিন্তু মোবাইল ভিউ পয়েন্ট কী তা অজানা অনেকের কাছেইমোবাইলের সিগন্যাল খুঁজতে ভিউ পয়েন্টে যেতে হয় বক্সার ১৩টি গ্রামের বাসিন্দাদের।
| |||||||
HS Exam 2025: মোবাইল নিয়ে ঢুকলে কড়া ব্যবস্থা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ ... WBCHSE: মার্চে শুরু উচ্চ মাধ্যমিক। পরীক্ষা ব্যবস্থা নিয়ে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে সংসদ।
| |||||||
কুপিয়ে যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন করে মোবাইল ছিনতাই - SAMAKAL রাজধানীর আদাবরে সুমন শেখ (২৬) নামে এক যুবককে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এতে ওই যুবকের বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।
| |||||||
মোবাইল ফোনে কী কী ওয়ালপেপার রাখা শুভ? খোঁজ দিলেন জ্যোতিষী - Anandabazar মোবাইল ফোন ছাড়া যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা সম্ভব নয়। মোবাইল ফোনের নানা সুবিধা রয়েছে, যা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করে তোলে। আমাদের মোবাইল ফোনে আমরা নিজেদের পছন্দমতো ওয়ালপেপার লাগিয়ে থাকি। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে ...
| |||||||
iOS 18.3 iPhones এ Starlink সমর্থন নিয়ে আসে! - LSA Magazine এলন মাস্কের স্পেস ইন্টারনেট পেতে, একটি অ্যান্টেনা আকারে বিশেষ হার্ডওয়্যার এবং অন্যান্য উপাদানগুলির আর প্রয়োজন হবে না। আপনার যা দরকার তা হল সমর্থন সহ একটি মোবাইল ফোন...
| |||||||
বক্সায় এসে নেটওয়ার্ক সমস্যা হলে চলে যান মোবাইল পয়েন্টে! জানুন কোথায় সেই জায়গা পাহাড়ে ভিউ পয়েন্ট নিয়ে জানা রয়েছে পর্যটকদের। কিন্তু মোবাইল ভিউ পয়েন্ট কী তা অজানা অনেকের কাছেইমোবাইলের সিগন্যাল খুঁজতে ভিউ পয়েন্টে যেতে হয় বক্সার ১৩টি গ্রামের বাসিন্দাদের।
| |||||||
Canning: একটা মোবাইল ফোনের জন্য বউকে 'মেরে ঝুলিয়ে দেয়' বর! - MSN দেড় বছর আগে বিয়ে। মোবাইল ফোন নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া। অভিযোগ বাপের বাড়ির লোকেদের।
| |||||||
মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টায় বাধা, ব্যবসায়ীকে হত্যা - bdnews24.com "সালজারকে পূর্ব শক্রতার জেরে হত্যা করা হয়েছে।" মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টায় বাধা, ব্যবসায়ীকে হত্যা. গাইবান্ধা প্রতিনিধি. বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম. Published : 30 Jan 2025, 06:18 PM.
| |||||||
চাঁপাইনবাবগঞ্জে অবৈধভাবে মাটি কাটায় মোবাইল কোর্টে দু'টি এস্ককেভেটর জব্দ লাখ টাকা অর্থদন্ড মোবাইল কোর্টের বিচারক ও শিবগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ বলেন, গত মঙ্গলবার মোবারকপুর ইউনিয়নের রঘুনাথপুর মৌজার রঘুনাথ বিল (ঘোড়দাড়ার বিল) নামক স্থানে অবৈধভাবে মাটিকাটার সময় ইউনিয়ন ভূমি সহকারী ...
| |||||||
Gujarat High Court CJ:বিয়ে বাড়িতে দুটি মোবাইল চুরি হয়ে গেল গুজরাটের হাইকোর্টের প্রধান বিচারপতির ভিড়ের মধ্যে বিশেষ করে বিয়েবাড়ি হোক বা বাজার, পার্ক প্রভৃতি জায়গায় মোবাইল ফোন চুরি থেকে শুরু করে কেপমারির ঘটনা সাধারণ বিষয়। শুধু সাধারণ মানুষ নন, অনেক সময় ভিআইপি ব্যক্তিদেরও মোবাইল বা অর্থ চুরি হয়ে থাকে।
| |||||||
আন্তব্যাংক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) Archives | অর্থসূচক - Arthosuchak আন্তব্যাংক মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) এগোতে না পারার একটা বড় কারণ এটিকে আইসিটি মন্ত্রণালয়ের অধীনে দেওয়া হয়েছিল। আন্তব্যাংক এমএফএস পরিচালনার জন্য 'বিনিময়' নামে যে প্ল্যাটফর্ম করা হয়েছিল সেটি ছিল সাবেক ...
| |||||||
মোবাইল হারানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ - The Daily Ittefaq গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোবাইল হারানোকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। সংঘর্ষ চলাকালে সালজার রহমান নামের যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এ ঘটনায় স্থানীয় গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি ...
| |||||||
১৬২টি চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ চোরাকারবারি চক্রের দশ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি এসময় তাদের হেফাজত হতে ১৬২ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়। অভিযান চলাকালে তাদের ৪/৫ জন সহযোগী কৌশলে পালিয়ে যায়। উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতকদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
| |||||||
রাজবাড়ীতে ৬৬ টি হারানো মোবাইল ফোন উদ্ধার | দৈনিক আজকের দর্পণ অনেক কষ্ট করে মোবাইল উদ্ধার করে যখন প্রকৃত মালিকের হাতে তুলে দিতে পারি, তখন তার মুখের হাসি আমাদের আরও কাজে অনুপ্রাণিত করে। জেলার বিভিন্ন থানায় প্রতিনিয়তই মোবাইল হারানোর জিডি হয়। সেই জিডিগুলোর প্রেক্ষিতে সাইবার ক্রাইম ...
| |||||||
চাঁদা না পেয়ে পাহাড়ে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্নের অভিযোগ ইউপিডিএফ'র বিরুদ্ধে সারাদেশ ডেস্ক: চাঁদা না দেয়ায় রাঙ্গামাটি ও খাগড়াছড়ির চারটি উপজেলায় একটি বেসরকারি মোবাইল ফোন কোম্পানির ১০টি টাওয়ারে হামলা চালিয়ে নেটওয়ার্ক বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ...
| |||||||
চুরি হওয়া ৩৬৩টি মোবাইল উদ্ধার - Fns24 এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : : | প্রকাশ: ২৯ জানুয়ারী, ২০২৫, ০৭:১৫ পিএম. চুরি হওয়া ৩৬৩টি মোবাইল উদ্ধার. ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ২০২৪ সালে ৩৬৩টি চুরি হওয়া মোবাইল ...
| |||||||
'ঔষধের টাকা যোগাড় করতে গেলে খাবারের টাকায় টান পড়ে, আমাদের কিভাবে চলবে?' এ প্রশ্ন শহিদ ... সন্ধ্যা ৬টার দিকে রানাকে মোবাইল ফোনে না পেয়ে দুঃশ্চিন্তা বাড়ে বড় ভাই জাহিদ হাসানের। পরে মোবাইল ফোনের সূত্র ধরে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল থেকে রানার মৃতদেহ শনাক্ত করেন তিনি। শহিদ রানার বাবা আব্দুল জব্বার মোল্লা ...
| |||||||
Budget 2025: মধ্যবিত্তের জন্য বিশাল প্রাপ্তি! পেট্রোল-ডিজেল, ওষুধ, মোবাইল ফোনের চার্জার সস্তা হচ্ছে? Budget 2025: মোবাইল ফোনের চার্জার, পেট্রোল, ডিজেল ও ওষুধের দাম কমতে পারে বাজেটে ৷ Mobile Phone Charger, Petrol Diesel Price, Medicine price can cheap in Budget.
| |||||||
প্রকাশ্যে কুপিয়ে হাতের কবজি বিচ্ছিন্ন করে যুবকের মোবাইল ছিনতাই - Channel 24 পেশায় রাজমিস্ত্রি। সকালে আদাবর ১০ নম্বর এলাকায় তার ফুফুর বাসায় যায় সুমন। পরে দুপুরের দিকে ফুফুর বাসা থেকে বের হয়ে দারুসসালামে আসার পথে আদাবর বালুর মাঠ এলাকায় পৌঁছালে 'টুন্ডা বাবু'সহ কয়েকজন তার কাছ থেকে মোবাইল কেড়ে ...
| |||||||
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ - প্রথম আলো ২০২৩ সালের ২৮ মার্চ এ পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে বিবেচনাযোগ্য প্রার্থীদের মোবাইল নম্বরে লিখিত পরীক্ষার সময়সূচির বিষয়ে ইতোমধ্যে খুদে বার্তা পাঠানো হয়েছে।
| |||||||
সারাদেশে দূষণবিরোধী অভিযানে প্রায় ১৪ লাখ টাকা জরিমানা - Jagonews24 এতে বলা হয়েছে, চট্টগ্রাম, নোয়াখালী, যশোর, মাগুরা ও ঢাকার মিরপুর ও শান্তিনগর এলাকায় নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয় ও সরবরাহের দায়ে ছয়টি মোবাইল কোর্ট ৯টি মামলা করে ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
| |||||||
দূষণ রোধে অভিযান: প্রায় ৯ কোটি টাকা জরিমানা, ১৭৩ ইটভাটা বন্ধ - Bangla Tribune ২ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত মোট ২৮৭টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই অভিযানে ৭টি ভাটার কাঁচা ইট ধ্বংস করা হয়। ৫টি প্রতিষ্ঠান থেকে ৬ ট্রাক সিসা/ব্যাটারি গলানোর যন্ত্রপাতি জব্দ এবং কারখানা বন্ধ করা হয়। দূষণ রোধে মোবাইল কোর্টে ১ মাসে প্রায় ৯ কোটি টাকা জরিমানা, ১৭৩ টি ইটভাটা বন্ধ, বিশেষ ... - kalbelaexpress.com কুড়িগ্রামে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান, কার্যক্রম সম্পূর্ণ বন্ধ - OurNews24.com - OurNews24.com
| |||||||
খাগড়াছড়িতে ফের রবি টাওয়ারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন - newsg24 খাগড়াছড়ি: দীঘিনালায় ফের মোবাইল টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। গত ২৮ জানুয়ারি রাতে দীঘিনালার...
| |||||||
REC Ltd পাঞ্জাবের মোবাইল মেডিকেল ইউনিটগুলির জন্য CSR-এর অধীনে 4.29 কোটি রুপি ফ্ল্যাগশিপ ... REC Ltd., under its flagship CSR initiative, has committed Rs 4.29 crore for the procurement and deployment of four Mobile Medical Units (MMUs) ...
| |||||||
BSNL আনল ১২ মাসের ফ্রি কলিং রিচার্জ প্ল্যান, এই কোম্পানিগুলি পড়বে চাপে - ABP Ananda ... plan know details here BSNL Recharge Plan: BSNL আনল ১২. এই মোবাইল প্ল্যানে দারুণ সুবিধা, কী ফ্রি জানেন ? Source : Unsplash. Continues below advertisement. Mobile ...
| |||||||
নড়াইলে চোর চক্রের ৭ সদস্য আটক - RTV নড়াইলে ৬টি ল্যাপটপ চারটি মোবাইল ফোনসহ ৭ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯টায় জেলা গোয়েন্দা...
| |||||||
দোকানের শাটার ভেঙে দুঃসাহসিক চুরি, ক্ষতির পরিমাণ প্রায় ৭ লক্ষ টাকা - Jagaran Tripura রাতের আঁধারে দোকান ঘরের শাটার ভেঙ্গে দুঃসাহসিক চুরি কান্ড সংঘটিত হয়েছে। লুট করা হয়েছে সাড়ে তিন লক্ষ টাকার নতুন মোবাইল ফোন,কম্পিউটার সহ নগদ আড়াই লাখ টাকা। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি ...
| |||||||
দূষণের বিরুদ্ধে অ্যাকশন, এক মাসে জরিমানা ৯ কোটি - Dhaka Mail অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে পরিবেশ দূষণরোধে নানা উদ্যোগ নিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদফতর সারাদেশে দূষণ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করেছে।
| |||||||
পাহাড় কাটায় দুই ব্যক্তির ৩ লক্ষ টাকা জরিমানা সংশ্লিষ্টরা জানায়, কালাডেবা এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার গোপনসূত্রে খবর পেয়ে বুধবার রাত ১১ টায় মোবাইল কোর্ট অভিযানে নামেন। এসময় পাহাড়ের মালিক ও পাহাড় কাটার সাথে জড়িত ব্যক্তিকে স্পটে আটক করেন ভ্রাম্যমাণ আদালত। এ ...
| |||||||
নানিয়ারচরে মোবাইল নেটওয়ার্ক সেবা ব্যাহত, গ্রাহকদের ভোগান্তি - Pahar24 জিয়াউল জিয়া ॥ পার্বত্য জেলা রাঙামাটির কয়েকটি এলাকায় নেই মোবাইল নেটওয়ার্ক। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। নিত্যদিনের স্বাভাবিক কর্মকান্ড ব্যাহত হচ্ছে তাদের। গত ২২ জানুয়ারি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি, ...
| |||||||
দিনে-দুপুরে যুবকের হাতের কবজি বিচ্ছিন্ন করে মোবাইল ফোন ছিনতাই - Jagonews24 রাজধানীর আদাবর বালুর মাঠ এলাকায় ছিনতাইয়ে বাধা দেওয়ার সময় এক যুবককে কুপিয়ে তার কবজি বিচ্ছিন করেছে ছিনতাইকারীরা। মো. সুমন শেখ (২৬) নামের ওই যুবকের বাম হাতের কবজি বিচ্ছিন্ন করে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
| |||||||
মধ্যরাত ও ভোরে ভয়ংকর হয়ে ওঠে ছিনতাই চক্র - Jugantor পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি বিপ্লব কুমার সরকার বলেন, ঘটনার রাতে মোহাম্মদপুর এলাকা থেকে ৪টি মোবাইল ছিনতাই করেছিল তারা। এরা ৫ জন একটি ছিনতাই গ্রুপের সদস্য। এছাড়া ৮ ডিসেম্বর মধ্যরাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় মোড় এলাকায় ...
| |||||||
রাজবাড়ীতে হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর | | বাংলাদেশ প্রতিদিন মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার শামিমা পারভীন বলেন, জেলা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধারে কাজ করছে। সাইবার ক্রাইম মনিটরিং সেল প্রতিনিয়ত মোবাইল ট্র্যাকিং, বিকাশ প্রতারণা ও ফেসবুকে ...
| |||||||
কুম্ভে গিয়ে আর ফেরা হল না! পদপিষ্টের ঘটনাস্থলেই পড়ে ছিল আসানসোলের বিনোদের মোবাইল ফোন আত্মীয় এবং আরও কয়েক জনের সঙ্গে কুম্ভে গিয়েছিলেন বিনোদ। বাড়িতে তাঁর দুই মেয়ে এক এক ছেলে রয়েছে। পরিবার সূত্রে খবর, কুম্ভমেলায় পদপিষ্টের ঘটনাস্থলে বিনোদের মোবাইল পড়ে ছিল। সেটি কুড়িয়ে পান রাজস্থানের এক বাসিন্দা। তিনিই ...
| |||||||
বেক্সিমকোর ঋণ কেলেঙ্কারি রিজার্ভ চুরির চেয়েও বড় - কালের কণ্ঠ দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলো ভ্যাট এলটিইউর আওতায় ভ্যাট দেয়। এ রকম ১০৯টি প্রতিষ্ঠানের কাছেই আটকা ১২ হাজার ২০০ কোটি টাকা। এর মধ্যে টোব্যাকো কম্পানিতে আড়াই হাজার কোটি টাকা, মোবাইল অপারেটর কম্পানিতে এক হাজার ৭৫ কোটি ...
| |||||||
মাধ্যমিক সেন্টারের ভিতর থাকবে না কোনও সিভিক, বিশেষ ক্ষেত্রে হবে অভিভাবকদের চেকিং অতীতে অনেক ঘটনা ধরা পড়েছে যেখানে দেখা গিয়েছে, একাধিক অভিভাবককে পরীক্ষা কেন্দ্রে ঢুকে পরীক্ষার্থীদের টুকলি অথবা মোবাইল ফোন দিয়েছেন। সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। , বাংলার মুখ.
| |||||||
'সেই রাতে অভির অবস্থান ছিল তিন্নির বাসা' | প্রথম আলো ... '১৬২ বছর ধরে যেটা দিয়ে আসছিলো, ওটা দিলেই স্বস্তি'. ২৮ জানুয়ারি ২০২৫. নাগরিক সংবাদকিশোর আলোবিজ্ঞানচিন্তাপ্রথম আলো ট্রাস্টবন্ধুসভাচিরন্তন ১৯৭১ইপেপারপ্রথমামোবাইল ভ্যাস.
| |||||||
রামগড়ে পাহাড় কাটায় দুই ব্যক্তির ৩ লাখ টাকা জরিমানা - parbattanews বুধবার গভীর রাতে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কালাডেবা এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন। রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতা আফরিন মোবাইল কোর্ট পরিচালনা করেন। সংশ্লিষ্টরা ...
| |||||||
Mathabhanga । 'কাউকে খুঁজে পাচ্ছি না', ফোনে পরিবারকে জানানোর পর থেকেই কুম্ভে নিখোঁজ বৃদ্ধ এদিকে তাপস বর্মনের মোবাইল ফোন সুইচ অফ হয়ে যাওয়ায় তার সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। মিন্টু জানান, যে সেক্টর অফিস থেকে তাঁর বাবা শেষবারের মতো ফোন করেছিলেন সেই সেক্টর অফিসের নম্বরে ফোন করলে তারা জানিয়েছেন, যেখানে ...
| |||||||
Union Budget 2025: দাম কমবে মোবাইল, ওষুধের? বাজেটের আগেই আসছে বিরাট সুখবর, মুখে হাসি মধ্যবিত্তের Union Budget 2025: কেন্দ্রীয় বাজেট পেশ হতে আর মাত্র কয়েকদিন বাকি। তাই এই বাজেট ঘিরে ব্যাপক উন্মাদনা রয়েছে। কেন্দ্রীয় বাজেট ঘিরে আমাদের প্রত্যাশা তুঙ্গে থাকে। কারণ, এই বাজেটে কোন জিনিসের দাম বৃদ্ধি পাবে এবং ...
| |||||||
মোবাইল নিয়ে ঢুকলে কড়া ব্যবস্থা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা সংসদের - MSN মোবাইল নিয়ে ঢুকলে কড়া ব্যবস্থা, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশিকা সংসদের. ABP Ananda-এর দ্বারা কাহিনী. • 4মিনিট.
| |||||||
চুরি হওয়া ৩৬৩টি মোবাইল উদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল - One News BD ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ২০২৪ সালে ৩৬৩টি চুরি হওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে পৌছে দিয়েছে। এ সময় তারা ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণা ও হ্যাকিং চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার ...
| |||||||
এবার শ্রীলঙ্কায় ওয়ালটন টিভির ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ - Techzoom.TV বাজেট নিয়ে দুঃশ্চিন্তা: দেখে নিন ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল · রেডমি মোবাইল দাম ...
| |||||||
মুলাদীতে স্ত্রীর দাবিতে প্রবাসীর বাড়িতে ময়মনসিংহের তরুণী - Fns24 মোবাইল ফোনে দেলোয়ার চৌকিদারের মালয়েশিয়া প্রবাসীর ছেলে লিমন ইসলামের সঙ্গে প্রেম ও বিয়ে হয়েছে বলে দাবি করেছেন তরুণী। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে দেলোয়ার চৌকিদার ওরফে ইসমাইল সরদারের বাড়িতে এক তরুণী প্রবেশ করেন। বাড়ির ...
| |||||||
শেষ হলো যমুনা বালার জীবন - banglanews24.com পুলিশ জানায়, মরদেহের কাছে থাকা একটি মোবাইল নম্বরে যোগাযোগ করে জানা গেছে- মৃত নারী বান্দরবান সদর পৌরসভার রোয়াংছড়ি বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তিনি বালাঘাটা ৩ নম্বর ওয়ার্ডের নারায়ণ জলদাসের মেয়ে। ওই নারী ২-৩ দিন ধরে ...
| |||||||
সিংগাইরে আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে হামলা ও লুটপাটের অভিযোগ মানিকগঞ্জের সিংগাইরে আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি কালু মাদবর ও তার ছেলেদের বিরুদ্ধে প্রতিবেশীর উপর হামলা ও স্বর্ণের চেইন-মোবাইল লুটপাটের অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী মোঃ তোফাজ্জল হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের ...
| |||||||
দূষণবিরোধী অভিযানে ২৯ দিনে প্রায় ৯ কোটি টাকা জরিমানা - RTV ... পরিবর্তন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগে পরিবেশ অধিদপ্তর ২ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি সারাদেশে ২৮৭টি মোবাইল ...
| |||||||
বিয়ানীবাজারে রহস্যজনকভাবে মারজান হক নি-খোঁ-জ, সন্ধান পেতে কামনা - beanibazarnews24 বিয়ানীবাজারের ছাত্তার মার্কেটের মোবাইল ব্যবসায়ী মারজান হক (২৮) রহস্যজনক ভাবে নিখোঁজ হয়েছেন। বুধবার সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং পরিবারের সদস্যরা তার সাথে কোনো যোগাযোগ করতে পারছেন না।
| |||||||
ইন্টারনেট ছাড়াই ফোনে চলবে ভিডিও - Alokito Bangladesh অর্থাৎ ডিরেক্ট টু মোবাইল ব্রডকাস্টিং। এই প্রযুক্তিতে কোনো সিমকার্ড বা ইন্টারনেট কানেকশনের ঝামেলা ছাড়াই আপনি দেখতে পারবেন ভিডিও স্ট্রিমিং। এটা কিন্তু অদূর ভবিষ্যতের কোনো ধারণা নয়। বরং কয়েক বছরের মধ্যেই এমন কিছু ঘটলে ...
| |||||||
WEB | |||||||
মোবাইলের ক্যামেরাটা কি অবস্থা - #videoviralシ - #reelsfbシ - #reelsvideoシ - #followersシ゚ মোবাইলের ক্যামেরাটা কি অবস্থা #videoviralシ #reelsfbシ #reelsvideoシ #followersシ゚ #viralpost2025 #StarSender. মোবাইলের ...
| |||||||
আপনার মোবাইল ব্যাটারিকে কিভাবে ভালো রাখবেন । career BD - YouTube This content isn't available. আপনার মোবাইল ব্যাটারিকে কিভাবে ভালো রাখবেন । career BD. No views · 4 minutes ...
| |||||||
ধামাকা অফার সুকটাবাড়ি মোবাইল বাজারে।❤️ #hasinur_yt #trending #reelsvideo ... ... মোবাইল বাজার একবার হলেও আপনি ভিজিট করতে পারেন আমাদের সুকটাবাড়ি মোবাইল বাজারের সমস্ত রকম সেকেন্ড হ্যান্ড ফোনগুলো আসবে আপনার বাজেটের মধ্যেই পেয়ে যাবেন মানে আপনার যেইরকম বাজেট সেই রকম বাজেটের মধ্যেই আমাদের মোবাইল ...
| |||||||
Samsung Galaxy A10 মোবাইল (Used) for Sale in Muktagacha | Bikroy Buy and Sell Phones Online → ফোনে কোন সমস্যা নেই অরিজিনাল ডিসপ্লে চার্জার দিতে পারবোনা একটু ফাটা কেউ আগ্রহি থাকলে নিতে পারেন Try FREE online classified in Muktagacha today!
| |||||||
মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার সহজ উপায় ২০২৫ CapCut Video Editing Tutorial - YouTube ... | Video Edit Kivabe Kore মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার সহজ উপায় ২০২৫ | video edit kivabe kore | capcut video editing আপনি কি মোবাইল দিয়ে সহজেই ভিডিও এডিট করতে চান?
| |||||||
Infinix 40X 12/256 gb. যাদের মোবাইল ল্যাপটপ লাগবে যোগাযোগ করুন | #hp - TikTok TikTok video from Easin Vlogs (@easinvlogs): "Infinix 40X 12/256 gb. যাদের মোবাইল ল্যাপটপ লাগবে যোগাযোগ করুন | #hp #hplaptop #dell #acer #lenovo #vlogvideo ...
| |||||||
কাব্য মোবাইল শপ ❤️ | Kabbo Mobile Shop - Facebook এখন থেকে প্রি-অর্ডার এর মাধ্যমে যারা আইফোন নিবেন তাদের জন্য "ডিসপ্লে... 2 days ago · 4.2K views. 01:51. "৭ দিনের ভিতরে ডিভাইসের যে কোন সমস্যা দেখা দিলে আমরা পুরো টাকা .
| |||||||
বলরামপুর: মোবাইল হারিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন ডুমারী গ্রামের যুবক,পুলিশে অভিযোগ জানালেন Balarampur, Purulia : বলরামপুর: মোবাইল হারিয়ে লক্ষাধিক টাকা খোয়ালেন ডুমারী গ্রামের যুবক,পুলিশে অভিযোগ জানালেন.
| |||||||
সোনারপুর GRP-র উদ্যোগে হারিয়ে যাওয়া ৮৪টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল Sonarpur, South Twenty Four Parganas : সোনারপুর: সোনারপুর GRP-র উদ্যোগে হারিয়ে যাওয়া ৮৪টি মোবাইল উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল.
| |||||||
Redmi note 13 pro মোবাইল কিনব Wanted in Tangail - Dhaka - Bikroy Buy and Sell Phones Online → Redmi note 13 pro মোবাইল কিনব Try FREE online classified in Tangail today!
| |||||||
গাইবান্ধায় ভোটার হালনাগাদে নিয়োগ পরীক্ষায় মোবাইল দেখে লেখার ভিডিও! #gaibandha #exam ... গাইবান্ধায় ভোটার হালনাগাদে নিয়োগ পরীক্ষায় মোবাইল দেখে লেখার ভিডিও! #gaibandha #exam #jamunatv ... This content isn't available. Skip video.
| |||||||
মোবাইল দিয়ে তৈরি হবে আজব ভিডিও | Strange videos will be made with mobile. - YouTube Welcome to Tech Zone Bangla Channel. My today's video topic is Strange videos will be made with mobile (মোবাইল দিয়ে তৈরি হবে আজব ভিডিও) In today's video, ...
| |||||||
মোবাইল হাতে নিয়ে বিপিএলের খেলা দেখতে দেখতে টিম ডিনারে এলেন ইমরুল! - #KhulnaTigers - #reels - #reelsfb মোবাইল হাতে নিয়ে বিপিএলের খেলা দেখতে দেখতে টিম ডিনারে এলেন ইমরুল! #KhulnaTigers #reels #reelsfb #ImrulKayes #Bpl2025 #ReelsBangladesh.
| |||||||
মোবাইল নম্বর নয়, এবার নাম দিয়ে হবে আপনার পরিচিতি । বিশদে পড়ুন এখানে...https://tinyurl.com/e5d3zufk ... ABP Ananda (@abpanandatv). 1 Like. মোবাইল নম্বর নয়, এবার নাম দিয়ে হবে আপনার পরিচিতি । বিশদে পড়ুন এখানে...https://tinyurl.com/e5d3zufk...
| |||||||
মোবাইল নম্বর নয়, এবার নাম দিয়ে হবে আপনার পরিচিতি । বিশদে পড়ুন এখানে...https://tinyurl.com/e5d3zufk ... ABP Ananda (@abpanandatv). মোবাইল নম্বর নয়, এবার নাম দিয়ে হবে আপনার পরিচিতি । বিশদে পড়ুন এখানে...https://tinyurl.com/e5d3zufk whatsappnewfeature...
| |||||||
Mobile. আমার ভাই আছে বাংলাদেশ থেকে. কজন আছেন ভাই? ভাই mobile আছে. Mobile এ নেই. এখানে ... - Instagram সাতদিন আগে পানির নিচে ঢুকায় দিবেন. সাতদিন পরে উঠাইবেন. পানিটা একটু পানিও ডুকবেন. গ্যারান্টি সরকার আমরা বিক্রি করি. Authentic real me র mobile এগুলা খুবই ভালো ফোন. যাদের লাগবো আমার দোকানে আসেন ...
| |||||||
আমার কপাল খারাপ আমার মোবাইলের গ্লাস টিকে না...??? . . #plzfollowmeguys ... - Instagram কারো সংসার টিকে না. আর আমার কপাল খারাপ. আমার মোবাইলের গ্লাস টিকে না. farhana_yeasmin_shova_'s profile picture.
| |||||||
মোবাইল ব্যাংকিং সম্পর্কিত খবর, ছবি ও ভিডিও । খবরের কাগজ মোবাইল ব্যাংকিং সম্পর্কিত সর্বশেষ খবর, ছবি, ভিডিও প্রতিবেদন ও বিশ্লেষণ পেতে ভিজিট করুন খবরের কাগজ.
| |||||||
মোবাইল হাতে নিয়ে বিপিএলের খেলা দেখতে দেখতে টিম ডিনারে এলেন ইমরুল! #KhulnaTigers #reels ... 97 likes, 0 comments - cricfrenzy on January 29, 2025: "মোবাইল হাতে নিয়ে বিপিএলের খেলা দেখতে দেখতে টিম ডিনারে এলেন ইমরুল! #KhulnaTigers #reels #reelsfb #ImrulKayes ...
| |||||||
শ্যামলী এ বিক্রির জন্য ৭১+ ব্যবহৃত রিয়েলমি 10 Pro-plus মোবাইল - Bikroy সেরা দামে ব্যবহৃত রিয়েলমি 10 Pro-plus মোবাইল ফোন শুধুমাত্র বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস Bikroy এ। শ্যামলী এ বিশ্বস্ত বিক্রেতাদের তালিকা থেকে ব্যবহৃত রিয়েলমি ফোনের আকর্ষণীয় ডিলগুলো খুঁজে নিন।
| |||||||
মোবাইল ফোনের PDA চেঞ্জ 5 minut হাতে পেস্টিং - YouTube মোবাইল ফোনের PDA চেঞ্জ 5 minut হাতে পেস্টিং . 1 view · 4 minutes ago ...more. Nekbor mobile service centre. 10.7K. Subscribe.
| |||||||
বাগডোগরা থেকে উদ্ধার কুড়িটি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আজ বাগডোগরা থেকে উদ্ধার হল কুড়িটি মোবাইল ফোন, শিলিগুড়ি বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া এই মোবাইল ফোন আজকে তার প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ। আজ সকালে প্রকৃত মালিকরা এসে মোবাইল গুলো ...
| |||||||
বগুড়ায় ডাচ বাংলা রকেট মোবাইল ব্যাংকিং সেবার নামে, সাংবাদিকের কাছ থেকে অতিরিক্ত টাকা ... বায়েজিদ হোসেন,ব্যুরো প্রধান,বগুড়া। বগুড়ায় ডাচ বাংলা ব্যাংকের রকেট এজেন্ট মোবাইল ব্যাংকিং অফিসে, সি.এম আলমগীরের বিরুদ্ধে প্রিপেইড কার্ডের টাকা নিয়ে জাতীয় দৈনিক একুশের বাণী পত্রিকার জেলা প্রতিনিধি, আরিফুল ইসলাম এর সাথে ...
| |||||||
মোবাইল লো,,,,,,,,,,,, - Instagram রাত বারোটার পরে সবাই প্রেমের কথা কয় ও ওরে রাত বারোটার পরে সবাই প্রেমের কথা কই আমার তখন বুড়ো আঙুল গোফা রোফা হয় মোবাইলও মোবাইল ছড়িয়ে গেছে দেশ কারো প্রেম সফল আবার কারো জীবন শেষ মোবাইল লো.
| |||||||
বাংলাদেশে সাম্প্রতিক ভ্যাট বৃদ্ধির ফলে বিভিন্ন পণ্য ও সেবার ওপর করের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছেঃ বেশি কথা বললে নাকি আয়ু কমে যায়, তাই মোবাইল টকটাইমের উপর ২৫% ভ্যাট প্রয়োগ করা হলো। বাংলাদেশে সাম্প্রতিক ভ্যাট বৃদ্ধির ফলে বিভিন্ন পণ্য ও সেবার ওপর করের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছেঃ. - ঔষধ ২.৪% থেকে ৫% হয়েছে. - ...
| |||||||
যেকোনো ছবি থেকে কাপড় সরানো অ্যাপস 2024 তবে আজকে পোস্টে আপনার জন্য। এ পোস্ট থেকে আপনি জানতে পারবেন মোবাইল দিয়ে ছবির জামা পরিবর্তন মাত্র এক ক্লিকে আমি আপনাকে দেখাব কিভাবে ফটোশপের ছবি থেকে কাপড় সরানো apps নাম || কাপড় খোলা এপকাপড় সরানো ...
| |||||||
আরো মোবাইল দেখ। - #viralmomants - #funneyvideo2025 - #viralreelsシ - Facebook আরো মোবাইল দেখ। #viralmomants #funneyvideo2025 #viralreelsシ #viralvideo2025 #viralreelsfacebook #funneyvideo #funneymoments #virals #viral...
| |||||||
টেকনাফে চুরি-ছিনতাই হওয়া ১৬ মোবাইল ফিরিয়ে দিল পুলিশ - দৈনিক পূর্বকোণ কক্সবাজারের টেকনাফে বিভিন্ন সময় ডাকাতি, ছিনতাই, চুরি ও হারিয়ে যাওয়া ১৬টি মোবাইল ফোন উদ্ধার করেছে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসব মোবাইল ফোন মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে।
| |||||||
বাংলাদেশের সেরা ১০ জন মোবাইল স্নাইপার প্লেয়ার ||Top 10 Best Mobile Sniper Players in Bangladesh ... বাংলাদেশের সেরা ১০ জন মোবাইল স্নাইপার প্লেয়ার ||Top 10 Best Mobile Sniper Players in Bangladesh. 3.5K views · 5 hours ago #krullgaming #alifgaming #itzkabbo
| |||||||
যখন আম্মু আমার হাতে মোবাইল দেখে Kingopoly Reaction Remake and Memes - Facebook Kingopoly. Reels5h. . যখন আম্মু আমার হাতে মোবাইল দেখে Kingopoly Reaction Remake and Memes. যখন আম্মু আমার হাতে মোবাইল দেখে Kingopoly Reaction Remake and Memes.
| |||||||
Gesture Lock Screen #mobile #gesture #lock #unlock #screen #new #best #viral #reels - Instagram আমার মোবাইল ফোনটি কিভাবে লক করা রয়েছে. আমি যদি আমার নাম লিখি তাহলে সঙ্গে সঙ্গে আমার ফোনের লক খুলে হিসাবে দেখুন খুলে গিয়েছে. এখন আমি আবার আমার নাম লিখছি. রাহুল. দেখুন সঙ্গে সঙ্গে ফোনে ...
| |||||||
মোবাইলের অ্যাপ লুকিয়ে রাখুন | How To Hide Apps On Android 2025 - YouTube মোবাইলের অ্যাপ লুকিয়ে রাখুন | How To Hide Apps On Android 2025 In this informative video, we will guide you through the process of hiding apps on your ...
| |||||||
তুমি আমার অনেক শখের একটা মোবাইল ফোন . . . . . . . #viralvideos #viral #videoediting ... আমি জানি আমার মা বাবা তোমারে পছন্দ করে না. তারপরও আমি তোমার জন্য লড়বো. ভয় পাইও না. পাশে আছি. সবসময় বাইচা আছি যতক্ষণ. কারণ তুমি আমার অনেক শখের একটা মোবাইল ফোন. OCR . シ বাইচা আছি যতখ .
| |||||||
কাছে নেই মোবাইল, কুম্ভমেলায় গিয়ে নিখোঁজ কাটোয়ার বছর ৭০ এর বৃদ্ধা ! বিস্তারিত দেখুন : https://tinyurl ... 126 likes, 0 comments - abpanandatv on January 30, 2025: "কাছে নেই মোবাইল, কুম্ভমেলায় গিয়ে নিখোঁজ কাটোয়ার বছর ৭০ এর বৃদ্ধা ! বিস্তারিত দেখুন : https://tinyurl.com/7afw3e4p ...
| |||||||
মোবাইল নেটওয়ার্কের বিপ্লব || Rohan The Octane Team VS pal, || #shorts - YouTube মোবাইল নেটওয়ার্কের বিপ্লব || Rohan The Octane Team VS pal, || #shorts. 6 views · 2 hours ago BANGLADESH ...more. Viral Yasin. 78.2K. Subscribe.
| |||||||
মোবাইল লো ছড়িয়ে গেছে দেশ rails##followforfollowback ##like #2k - Instagram মোবাইল লো ছড়িয়ে গেছে দেশ rails##followforfollowback ##like #2k · # ❤️ 🖇️ love_________you · সবাই একটু সাপোর্ট করো #rails_of_our_world 5k views · ভালোবাসা পায় যদি ...
| |||||||
মোহাম্মদপুরে ট্রাফিক সার্জেন্টের বীরত্ব, মোবাইল ছিনতাইকারী গ্রেপ্তার! - Janatar Jagoron মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে ট্রাফিক সার্জেন্ট মোখলেছুর রহমানের বীরত্বে মোবাইল ছিনতাইকারী আটক। দ্রুত প্রতিক্রিয়ায় ছিনতাই রুখে প্রকৃত মালিকের হাতে মোবাইল ফিরিয়ে দিলেন!
| |||||||
এক মোবাইল থেকে আরেক মোবাইলে হটস্পট কিভাবে নেয় #hotspot - YouTube এক মোবাইল থেকে আরেক মোবাইলে হটস্পট কিভাবে নেয় #hotspot Today in this video I will discuss how to connect hotspot to mobile in bengali or hotspot কিভাবে চালু করব or ...
| |||||||
ইউটিউব ভিডিও শেয়ার করলেই ইনকাম || মোবাইল দিয়ে প্রতিদিন $10 || online income 2025 In this video, I will show you how to earn money from urlshortner. ইউটিউব ভিডিও শেয়ার করলেই ইনকাম || মোবাইল দিয়ে প্রতিদিন $10 || online income 2025.
| |||||||
যখন আম্মু আমার হাতে মোবাইল দেখে - YouTube যখন আম্মু আমার হাতে মোবাইল দেখে. 84 views · 6 minutes ago ...more. kinGOPoLY. 670K. Subscribe. 32. Share. Save. Report. Comments4. Ruhul amin.
| |||||||
? | ছেঁড়া প্যান্ট যদি স্টাইল হয়, তাহলে Display ফাটা মোবাইলও স্টাইল.. #fyp #promohub ... ছেঁড়া প্যান্ট যদি স্টাইল হয়, তাহলে Display ফাটা মোবাইলও · বিয়ে করলে প্রিয় মানুষটাকেই করমু..! · মুখে একজন, মনে আরেকজন, কপালে একজন, Inbox এ ১২ জম.. · ১৪ ই ফেব্রুয়ারি ফ্রি আছি,, কারোর কাপল পিক তুলা ...
| |||||||
শেরপুরে ৫৫টি মোবাইল ফোনসহ ১০ চোর আটক - প্রেস বিডি ২৪ শেরপুর জেলা শহরের রঘুনাথ বাজারের কোরাইশী কমপ্লেক্সে মোবাইল ফোনের দোকানে চুরি করে পালানোর সময় আন্তঃজেলা চোর চক্রের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি ব্যাগে রাখা ৫৫টি নতুন অ্যান্ড্রয়েড মোবাইল ...
| |||||||
ব্রডব্যান্ড-মোবাইল ইন্টারনেট চালু - ঢাকা বিজনেস এদিকে ইন্টারনেট চালু হলেও বন্ধ ছিল মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। এ ছাড়া টিকটকও বন্ধ রাখা হয়। অন্যদিকে ব্রডব্যান্ড সংযোগে ইউটিউব চালু থাকলেও মোবাইল ডেটায় তা বন্ধ ছিল। গত ৩১ ...
| |||||||
যখন সময় খারাপ থাকে চার পাশ দিয়েই থাকে মোবাইল টাও গেলো - Instagram 11 likes, 4 comments - 5678suchismita on January 29, 2025: "যখন সময় খারাপ থাকে চার পাশ দিয়েই থাকে মোবাইল টাও গেলো ".
| |||||||
কুড়িগ্রামের আইন লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ টি ইটভাটার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিমসহ ফায়ার সার্ভিস ,পুলিশের একদল সদস্য এবং প্রশাসনের ...
| |||||||
মোবাইল ফোন উদ্ধারে সহযোগিতা ভিকটিমকে #esharahman #mobile #phone #robbery - YouTube মোবাইল ফোন উদ্ধারে সহযোগিতা ভিকটিমকে #esharahman #mobile #phone #robbery. 6 views · 12 minutes ago ...more. EshaRahman. 234K. Subscribe.
| |||||||
দেশে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ২২ কোটিরও বেশি দেশে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) নিবন্ধিত অ্যাকাউন্ট সংখ্যা ২২ কোটিরও বেশি। শুরু থেকে ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত নিবন্ধিত অ্যাকাউন্ট দাঁড়িয়েছে ২২ কোটি ৮৬ হাজার।
| |||||||
মিস্টার মোবাইল মানে সবার ভালোবাসার জায়গা. ...জেনুইন আর অরিজিনাল প্রোডাক্ট নিতে চলে আসুন ... সাথে কি গিফট পেয়েছে ভাই? সাথে ভাই gift পেয়েছে. আমাদের Bluetooth hairphone. তাই আপনাদের বলছি যদি মোবাইল নাম্বার আছে তাহলে মিস্টার মোবাইলে আসুন. এখানে অনেকটাই কম প্রাইসে পাবেন. সাথে একদম অরিজিনাল ...
| |||||||
সামান্য ভুলের কারনে আপনার মোবাইল হ্যাক হতে পারে - YouTube সামান্য ভুলের কারনে আপনার মোবাইল হ্যাক হতে পারে. No views · 16 minutes ago ...more. NL Technology. 2.89K. Subscribe. 0. Share. Save. Report. Comments.
| |||||||
See more results | Edit this alert |
You have received this email because you have subscribed to Google Alerts. |
![]() |
Send Feedback |
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন